সাকিরা পারভীন

পাখা থাকার কথা ছিলো, তার বদলে দুটো পা দিয়েছেন সৃষ্টিকর্তা। পা ভেঙে গেলেও উড়তে জানেন কবি সাকিরা পারভীন। চারবোন এক ভাইয়ের মধ্যে জন্মের ধারাক্রমে দ্বিতীয় হলেও, জীবনের ধারাপাতে প্রথম সব জায়গাতেই। ছাত্রদের কাছে প্রিয় শিক্ষক, প্রেমিকের কাছে প্রিয়তম প্রেমিকা, কবিদের কাছে অনুপ্রেরণার উৎস তিনি। কাগজ সাহিত্য পুরস্কার এবং কালি ও কলম সাহিত্য পুরস্কারে ভ‚ষিত এই কবি দিন রাতের বেশিটা সময়ই কাটান কবিতার ঘরে ও ঘোরে। সাতক্ষীরার শ্যামনগরের সাকিরা সব ব্যাপারেই উদার কেবল কবিতার ব্যাপারেই খুঁতখুঁতে।

মা: মাসুদা বেগম
বাবা: শেখ মাছুম আলী
নেশা: কবিতা, গান
পেশা: শিক্ষকতা
প্রাতিষ্ঠানিক শিক্ষা: এম এ, নাটক ও নাট্যতত্ত¡, এম এ, ফিল্ম এ- মিডিয়া
জন্ম: ৭ জুলাই, ১৯৭৭

প্রকাশিত গ্রন্থ : অমিলের স্বপ্নযাত্রা (২০০৩), শ্যামনগরের রাধা (২০১১), বৃষ্টির মাতলামি (২০১৪), নুন সত্য চিনি সত্য (২০১৫)
সাকিরা পারভীন এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use